পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে রাজধানীতে ২০ থেকে ২৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আর সারাদেশে এই বিক্রির পরিমাণ প্রায় ৭০ থেকে ৮০ কোটি টাকা হতে পারে বলে জানান ফুল ব্যবসায়ীরা। এবছর ফুল চাষী ও ব্যবসায়ী উভয়ে স্মরণকালের ফুলের সবচেয়ে বেশি দাম পেয়েছেন বলে জানান, বাংলাদেশ ফ্লাওয়ারস সোসাইটির সাধারণ সম্পাদক ইমামুল হোসেন।
তিনি বলেন, গতবারের মত এবারও পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস- একই দিনে পড়েছে। তবুও সারাদেশে ৭০ থেকে ৮০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। তবে একুশে ফেব্রুয়ারি সফলভাবে সম্পন্ন করা গেলে ফেব্রুয়ারি শেষে বিক্রির পরিমাণ ২০০ কোটি টাকায় গিয়ে ঠেকতে পারে।
সারা বছর ফুল বিক্রি হলেও রোজ ডে, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, পয়লা বৈশাখ- এসব বিশেষ দিনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ফুল বেচাকেনা হয়। এসব দিবসের বাইরে গায়ে হলুদ, বিয়ে ও হালখাতাসহ নানা উৎসবেও বেশি ফুল বিক্রি হয় বলে জানান ফুল ব্যবসায়ীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।