দিনাজপুরের হিলির বাজারগুলোতে দেশীয় নতুন পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে। এই পেয়াজ প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্য পেঁয়াজের চেয়ে এর দাম কম। নতুন পাতা পেঁয়াজ উঠতে শুরু করায় দাম আরও কমবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আলম হোসেন বলেন, বাজারে সবকিছুর মূল্য বেড়েছে। এ কারণে আমরা সাধারণ ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছি।

এর ওপর দেশীয় ও আমদানিকৃত পেঁয়াজের দাম কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী। তবে এর মধ্যে কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে দেশীয় নতুন পাতা পেঁয়াজ। বাজারে এখন দেশীয় পেঁয়াজের কেজি ৫০ থেকে ৫৫ টাকা। আর ভারতীয় পেঁয়াজ ৩৬-৩৭ টাকা

। নতুন পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। পেঁয়াজ বিক্রেতা মেহেদুল ইসলাম বলেন, কয়েকদিন ধরেই বাজারে পেঁয়াজের সরবরাহ কিছুটা কম। এ কারণে দাম কিছুটা ঊর্ধ্বমুখী। তবে ইতোমধ্যে পার্শ্ববর্তী পাঁচবিবি ও বিরামপুর অঞ্চলের দেশীয় নতুন জাতের পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে।