বাংলাদেশের অর্থনীতি গত ফেব্রুয়ারিতে ৬.১৭ শতাংশ মূল্যস্ফীতির মুখে পড়ে, যা ছিল গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। মূল্যস্ফীতির এ হার ছিল জানুয়ারির মূল্যস্ফীতির চেয়ে ৩১ বেসিস পয়েন্ট বেশি।

সোমবার (২১ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মূল্যস্ফীতি নিয়ে নিয়মিত তথ্যপ্রদানের অংশ হিসেবেই ‘ভোক্তামূল্য সারণী (সিপিআই), মূল্যস্ফীতি হার ও মজুরি হার সারণী (ডব্লিউআরআই)’ শীর্ষক ফেব্রুয়ারি মাসের প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস।

এতে উঠে এসেছে দেশে খাদ্যপণ্যের নাটকীয় দরবৃদ্ধির দিকটি। এদিকে, গত মাসে খাদ্যপণ্যের দরে মূল্যস্ফীতি হয়েছে ৬.২২ শতাংশ, জানুয়ারিতে যা ছিল ৫.৬ শতাংশ। অর্থাৎ, মাত্র এক মাসেই খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ৬২ বেসিস পয়েন্ট। অন্যদিকে, খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গেল মাসে ১৬ বেসিস পয়েন্ট কমে হয় ৬.১ শতাংশ। জানুয়ারিতে এখাতে মূল্যস্ফীতি ছিল ৬.২৬ শতাংশ।