তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া।
মহানবীর (সা.) এর আমল ভারি বৃষ্টিতে
এ সময় তিনি ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত ১১২ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩৪ টাকার বাজেট তুলে ধরেন। রাজস্ব খাত থেকে ৫ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ৮৭৭ টাকা ও উন্নয়ন খাত থেকে ১০৬ কোটি ১২ লাখ ৯৩ হাজার ৭৫৮ টাকা আসবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি পৌরসভার উন্ননে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনাসহ নাগরিক সেবা নিশ্চিতে সকলকে উন্মুক্ত পরামর্শ দিতে আহ্বান করেন।
পৌর বাজার যানজট রোধে ও যে সব সড়ক প্রশস্ত করনের কাজ চলছে তা থেকে সুবিধা পেতে ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোন অংশ বর্ধিতাংশে পড়ে তা সরিয়ে নিতে ব্যবসায়ীদের সচেষ্টতা প্রত্যাশা করেন।
বাজেট ঘোষণায় অন্যদের মধ্যে পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. ইকরাম উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাজাহান মীরদাহ পিকুল, সদস্য আলী আকবর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন,
প্যানেল মেয়র মো. মোমিন খান, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, কাউন্সিলর আ. সামাদ খান, কাউন্সিলর রুহুল আমিন মৃধা, কাউন্সিলর শেখ আজিজুল হক, কাউন্সিলর বিপ্লব মিয়াসহ বিভিন্ন মিডিয়ার গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।