দেশে দিন দিন পাইকারি ও খুচরা ব্যবসায় কর্মসংস্থান বেড়েই চলেছে। এর পাশাপাশি এ ধরনের ব্যবসায় মূল্য সংযোজনও বেড়েছে। গত ১২ বছরে এ খাতে কর্মসংস্থান বেড়েছে ৩৯ লাখের বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশের ২৫ লাখ ৪১ হাজার পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায় ৯২ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। বিবিএস গত রোববার (১১ সেপ্টেম্বর) পাইকারি ও খুচরা ব্যবসায় জরিপ-২০২১-এর ফলাফল প্রকাশ করেছে।

এবারের জরিপে এ ধরনের ব্যবসায় নিয়োজিত স্থায়ী প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে সর্বশেষ জরিপ হয়েছিল ২০০৯ সালে। ওই সময় জরিপে স্থায়ী ও অস্থায়ী ব্যবসায় নিয়োজিত সব প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়।