ভোলার মনপুরা দ্বীপে বিদ্যুৎ সরবাহের জন্য নির্মাণ করা হচ্ছে ৩ মেগাওয়াট (এসি) ক্ষমতা সম্পন্ন সোলার-ব্যাটারী-ডিজেল সম্বলিত হাইব্রিড বিদ্যুৎকেন্দ্র। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও ওয়েস্টার্ন মনপুরা সোলার পাওয়ার লিমিটেড (ডব্লিউএমএসপিএল)- যৌথভাবে এই কেন্দ্রটি বাস্তবায়ন করবে।
গতকাল সোমবার (২৫ জুলাই) রাজধানীর বিদ্যুৎ ভবনে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিটিতে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট (আইএ)- এ বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্মসচিব নিরোদ চন্দ্র মন্ডল ও পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট-এ ওজোপাডিকোর সচিব মো: আলমগীর কবির এবং ডব্লিউএমএসপিএল-এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, ওজোপাডিকো এই কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ২১.৮৬ টাকা ধরে কিনে গ্রাহকের কাছে সরকার নির্ধারিত রেটে বিক্রি করবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারিত ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৭.১৩ টাকা। ২০ বৎসর মেয়াদী এই বিদ্যুৎকেন্দ্র হতে প্রতিদিন কমপক্ষে ৩০,০০০ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ পাওয়া যাবে।
মনপুরা দ্বীপের ২০,৪৮৩ জন গ্রাহক সরকারি মূল্যে তথা বিসিআরসি- এর রেটে বিদ্যুৎ সুবিধা পাবেন। ফলে উক্ত দ্বীপে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, পর্যটন শিল্পের বিকাশসহ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।