বিগত বছরগুলোয় দেশের বাজারে ১ কেজি পরিমাণের কিছু বেশি ওজনের রুপালি ইলিশ কমই দেখা যেত। কিন্তু গত দুবছর ধরে আকারে-ওজনে বেশি জাতীয় এ মাছের দেখা মিলছে বেশ। চলতি মৌসুমে বরগুনার বিষখালী নদীতে ব্যাপক হারে দুই কেজির বেশি ওজনের ইলিশ মাছ পাচ্ছেন জেলেরা।
আরো পড়ুন: আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
মনপুরা পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
এবার বরগুনায় ২ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৭ হাজার ৩৫ টাকায়। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা মাছ বাজারে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। জানা গেছে, বরগুনার বিষখালী নদীতে জাল ফেলে সদরের পরীরখাল গ্রামের জেলে অলি আহম্মেদ।
দুপুরের দিকে জাল তুললে তিনি দেখতে পান বিশাল সাইজের একটি ইলিশ ধরা পড়েছে। এরপর ইলিশটি বিকেলে বরগুনা মাছ বাজারের ইদ্রিস মিয়ার আড়তে নিয়ে আসেন। সেখানে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটি নিলামের মাধ্যমে ৭ হাজার ৩৫ টাকায় বিক্রি করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।