দীর্ঘ ২৮ বছর পর পর এই প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ভুট্টা আমদানি শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) বিকালে ভুট্টাবোঝাই একটি ভারতীয় ট্রাক প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দর হয়ে আখাউড়া বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। তবে পরীক্ষামূলকভাবে ১৯ মেট্রিক টন ভুট্টা ভারত থেকে আমদানি করা হয়েছে। প্রতি টন ভুট্টা ৩০২ মার্কিন ডলার মূল্যে ভারত থেকে আমদানি করা হয়েছে। আগামী রোববার (৩ জুলাই) ভুট্টাবোঝাই ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে খালাস করে গন্তব্যে নিয়ে যাওয়া হবে।
আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষ বলছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভুট্টাসহ অনুমোদিত অন্যান্য পণ্য আমদানি বাণিজ্য বাড়লে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। আখাউড়া স্থলবন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে ১৯ মেট্রিক টন ভুট্টাবোঝাই একটি ভারতীয় ট্রাক আখাউড়া বন্দরে প্রবেশ করে। রোববার সকালে বাংলাদেশি ট্রাকে লোড করে গন্তব্যে নিয়ে যাবে আমদানিকারক প্রতিষ্ঠান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।