১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এসময় স্বাভাবিক আছে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
আখাউড়া স্থল বন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম স্থল বন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমদানি রপ্তানি না করার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দু’দেশের মধ্যে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ কর্মকর্তা স্বপন চন্দ্র দাস জানান, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ বন্দর দিয়ে একদিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।