মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো ভারতের জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি বাজাজ। চলতি মাসে প্রতিষ্ঠানটি একাধিক মোটরসাইকেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।
সবচেয়ে বেশি দাম বেড়েছে বাজাজের ডমিনার ২৫০ মোটরসাইকেলটির। ভারতীয় বাজারে এর দাম বেড়েছে ৬ হাজার ৪০০ টাকা। ডমিনার ৪০০-এর দাম ১ হাজার ১৫২ টাকা বাড়ানো হয়েছে। পালসার সিরিয়ালের দামও বেড়েছে। পালসার এন২৫০-এর দাম বেড়েছে ১ হাজার ২৯৯ টাকা। এছাড়া, পালসার এনএস২০০ এবং আরএস২০০-এর দাম যথাক্রমে ৯৯৯ এবং ১ হাজার ৮৮ টাকা বেড়েছে। একইসঙ্গে পালসার ১২৫, ১৫০, এনএস১২৫ এবং এনএস১৬০-এর দামও বাড়ানো হয়েছে।
অ্যাভেঞ্জার ২২০ এবং অ্যাভেঞ্জার ১৬০-এর দাম যথাক্রমে ৫৬৩ এবং ৩৬৫ টাকা বেড়েছে। প্লাটিনা ১০০, প্লাটিনা ১১০ এবং সিটি১০০এক্স-এর দাম ১ হাজার ৯৭৬ টাকা পর্যন্ত বেড়েছে। বাজাজের ডমিনার ২৫০ মোটরসাইকেলটির নতুন ভারতীয় টাকায় ১ লাখ ৭৫ হাজার টাকা। প্লাটিনা ১০০-এর ৬৩ হাজার ১৩০ টাকা। এছাড়া, পালসার এনএস১২৫- এর দাম ১ লাখ ৩ হাজার টাকা। পালসার এন২৫০-এর দাম শুরু ১ লাখ ৪৪ লাখ টাকা থেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।