ঈদযাত্রায় টোল আদায়ে নতুন রেকর্ড করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদযাত্রায় ছোট-বড় বিভিন্ন ধরনের ৪২ হাজার ১৯৯ টি যানবাহন পারাপার হয়।

এর ফলে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা। এর ফলে সেতু কর্তৃপক্ষ টোল আদায়ে নতুন রেকর্ড অর্জন করে৷ এর আগে গত বছরের ঈদুল ফিতরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ কোটি ৯৯ লাখ ২১ হাজার ৬৭০ টাকার টোল আদায় করা হয়েছে। যা গত ঈদ যাত্রার চেয়ে এবার ১৮ লাখ ৮৬ হাজার ৩৩০ টাকা বেশি টোল হয়।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর উপর দিয়ে উত্তরবঙ্গগামী ২৫ হাজার ৭৮১টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকা।

অপরদিকে ঢাকাগামী ১৬ হাজার ৪১৮টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।