শিল্প ও সেবা খাতের জন্য ঘোষিত ২৭ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজে নতুন করে আরও ৩ হাজার কোটি টাকা যোগ করেছে বাংলাদেশ ব্যাংক।
অতিরিক্ত এই টাকা থেকে দেশি-বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে ঋণ দেয়া যাবে বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, প্রণোদনা প্যাকেজের ৩য় ও সর্বশেষ পর্যায়ের বাস্তবায়নের লক্ষ্যে শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানসমূহের (সিএমএসএমই ব্যতীত) জন্য মোট বরাদ্দ ছিল ২৭,০০০ কোটি টাকা।
বেজা, বেপজা ও বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষতে অবস্থিত ‘এ’, ‘বি’ ও ‘সি’ টাইপ শিল্প প্রতিষ্ঠান ও ওই অঞ্চলসমূহের বাইরে অবস্থিত প্রতিষ্ঠানসমূহের জন্য ৩,০০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হলো।
এ নিয়ে এই খাতে সর্বমোট ৩০,০০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হলো। যেসব প্রতিষ্ঠান ১ম ও ২য় পর্যায়ে ঋণ সুবিধা পায়নি তাদের অনুকূলে ৩য় পর্যায়ে ঋণ সুবিধা দেয়ার ক্ষেত্রে ২০২১ সালের ৩১ ডিসেম্বর স্থিতিভিত্তিক ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ মঞ্জুরিকৃত সীমার ভিত্তিতে প্রাপ্যতা সীমা নির্ধারিত হবে।
এই প্যাকেজের আওতায় এখনও পর্যন্ত কোনো ঋণ সুবিধা না পাওয়া প্রতিষ্ঠানসমূহকে অগ্রাধিকার দিতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।