দেশে ডলার সংকট তৈরি হয়েছে। এ সংকট প্রতিনিয়ত বেড়েই চলেছে। সংকটের কারণে এ মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ।
খোলা বাজারের ডলার এখন ১১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ৭ বিলিয়ন ডলার সাপোর্ট দেয়া হয়েছে ব্যাংকগুলোকে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ জুলাই) ব্যাংকগুলোর কাছে ৯৬ মিলিয়ন মার্কিন ডলার বা ৯ কোটি ৬০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতি ডলার রাখা হয়েছে ৯৪ টাকা ৭০ পয়সা দরে। রিজার্ভ থেকে ডলার বিক্রি করায় দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ৯৪৯ কোটি (৩৯.৪৯ বিলিয়ন) ডলারে।
বৈদেশিক মুদ্রার এ রিজার্ভ দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের কাছে ডলার বিক্রি করেছে ৯৪ টাকা ৭৫ পয়সা থেকে ৯৪ টাকার মধ্যে।
তবে এখনও চড়াই রয়েছে খোলা বাজারে। বুধবার ১১১ টাকা থেকে ১১২ টাকার মধ্যে বিক্রি হলেও আজ ১১০ টাকায় বিক্রি হয়েছে এক্সচেঞ্জ হাউজগুলোতে। অর্থাৎ খোলাবাজারে ডলারের দাম এক টাকা কমেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।