কেশবপুরের সাগরদাঁড়ী বাজার পর্যটন মোড়ে গ্রাহকদের সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সাগরদাঁড়ী এজেন্ট ব্যাংকের নিচতলায় এটিএম(ATM)বুথের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
২৮ শে ডিসেম্বর(বুধবার) বিকাল ৪’টায় অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে এটি এম(ATM) বুথে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কেশবপুর শাখার ম্যানেজার মোঃ মামুনুর রশীদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সাগরদাঁড়ী এজেন্ট ব্যাংকের পরিচালক এস এম,সোহরাব হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ালগাতি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম, আবু তাহের,সাগরদাঁড়ী এজেন্ট ব্যাংকের ইনচার্জ মোঃ জসিম উদ্দিন,ইসলামী ব্যাংক কেশবপুর শাখার অফিসার মোঃ আবু মুসা,মোঃ হুমায়ুন কবীর,সাংবাদিক শেখ মোস্তফা কামাল, ডাঃ মতিউর রহমান, সাগরদাঁড়ী এজেন্ট ব্যাংকের কর্মকর্তা বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী কালে(ATM) মেশিনে কার্ড প্রবেশ করে সর্ব প্রথম নগত টাকা উত্তোলন করেন সাগরদাঁড়ী এজেন্ট ব্যাংকের পরিচালক এস এম,সোহরাব হোসেন।
প্রধান অতিথি মোঃ মামুনুর রশীদ বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে ইসলামী ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। ১৮ কোটি মানুষের দৌরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গ্রাম-গঞ্জে ব্যাংকের শাখা খোলা ও এটিএম বুথের উদ্বোধন সত্যি প্রশংসার দাবিদার।
বিশিষ্ট সমাজসেবক ও প্রধান শিক্ষক এস এম আবু তাহের বলেন, দেশ ও জনগণের কল্যাণে এ ব্যাংক অতীতের চেয়ে আরো বেশি ভূমিকা পালন করবে বলে আশাবাদী ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।