দেশে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আজ রোববার (৩ এপ্রিল) থেকে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। গত বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, জোহরের নামাজের বিরতি থাকবে ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। দেশের সব তফসিলি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত (বেলা ১টা ১৫ মিনিট হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ) আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। বাংলাদেশ ব্যাংক বলছে, পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর আর্থিক প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।