পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২২) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তামিম ইকবাল স্বেচ্ছা বিরতি থেকে অবসরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চলতি হিসাব বছরের বসে ছয় মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান থেকে শেয়ারপ্রতি মুনাফায় ফিরেছে। রোববার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি চলতি অর্থবছরের ৬ মাসে (জানুয়ারি-জুন, ২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.৩২ টাকা।
২০২২ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ১৮.১২ টাকায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।