সংকটের কারণে এখন খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১১২ থেকে ১১৪ টাকায়। ব্যাংকগুলোতে বিক্রি চলছে ৯৫ থেকে ৯৬ টাকার মধ্যে।
এ অবস্থায় ডলারের বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাপোর্ট দেয়া হচ্ছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিভিন্ন ব্যাংকের কাছে প্রতি ডলার ৯৫ টাকা দরে মোট ৮ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে ওই ডলার বিক্রি করতে পারবে। একই সঙ্গে রফতানি আয় দ্রুত দেশে এনে তা নগদায়ন করতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।