পৌরসভা নির্বাচন উপলক্ষে বুধবার (২৭ জুলাই) দেশের কয়েকটি এলাকায় ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ সোমবার (২৫ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ইতোমধ্যে প্রজ্ঞাপনটি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের চারটি পৌরসভা জয়পুরহাট জেলার পাঁচবিবি ও ক্ষেতলাল, জামালপুরের দেওয়ানগঞ্জ এবং ঢাকার দোহারে ২৭ জুলাই ভোট হবে। এদিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ থাকবে।

এছাড়া নির্বাচনী এলাকার ব্যাংকের শাখা বা উপশাখাগুলোতে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।