ব্যাংকিং খাতের দুরবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের সংখ্যা বেড়েছে। এ বিষয়কে অনুষঙ্গ করে এক মাসে কেন্দ্রীয় ব্যাংকের অন্তত ১০ কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে শোকজ আতঙ্ক বিরাজ করছে।

গণমাধ্যমের সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পরেই গণমাধ্যম কর্মীদের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ না করার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেয়া হয়। এই পরামর্শ বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা পালন করছেন একজন ডেপুটি গভর্নর। হঠাৎ কড়াকড়ি ও কর্মকর্তাদের শোকজ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ব্যাংক আয়নার মতো।

এজন্য পরিস্থিতি বুঝেই কেবল তথ্য দিতে হয়। সব তথ্য গগণমাধ্যমে দেওয়া ঠিক না। কোনো কর্মকর্তা তথ্য দিলে তা গোপনীয়তা ভঙ্গ হয়। এজন্য তাদের নোটিশ দেয়া হয়েছে। এতে ভীতিকর বা স্বেচ্ছাচারিতার কিছু নেই। গণমাধ্যমের তথ্য নেয়া উচিত মুখপাত্রের মাধ্যমে।