করোনা মহামারির কারণে দীর্ঘ ২ বছর পর ফের আগের রুপে ফিরেছে কলকাতার পবিত্র রমজান মাসের ইফতার বাজার। মাহে রমজান এলেই উত্তর থেকে দক্ষিণ কলকাতা জুড়ে দেখা যায় ইফতারির জমজমাট বাজার। কলকাতার ঐতিহ্যবাহী নিউমার্কেট-সংলগ্ন এলাকা এবং পার্ক সার্কাস, মির্জাগালিব স্ট্রিট, জাকারিয়া স্ট্রিট, রিপন স্ট্রিট, রাজাবাজারে স্থায়ী দোকানের পাশাপাশি হাজারো অস্থায়ী দোকানে বেলা বাড়লেই জমে ওঠে ইফতার বাজার।
এদিকে রমজান মাস শুরু হতেই দ্রব্যমূল্যের দাম আকাশ ছুঁয়েছে। ভোজ্যতেলের দাম বাড়ায় বেড়েছে হালিম, জিলাপি, পেয়াজু, বেগুনির দাম। এছাড়া বেড়ে ফলের দামও। বিগত ২৩ দিনে ১৫ বারের বেশি জ্বালানি তেলের দাম বাড়ায় বাজারের সমস্ত দ্রব্যমূল্য পড়েছে ব্যাপক প্রভাব। কলকাতার বাজারে খেজুরের চাহিদা সবচেয়ে বেশি।
দামের ঊর্ধ্বগতি দেখা গিয়েছে খেজুরের দামেও। তবে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্কফোর্সকে বাজার নিয়ন্ত্রণে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি থামাতে চলতি সপ্তাহেই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপরই বাজারে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।