![আজ ঢাকায় শুরু হচ্ছে ডি-৮ বিজনেস ফোরাম সম্মেলন](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/07/dkk576-13.jpg)
আজ ঢাকায় শুরু হচ্ছে ডি-৮ বিজনেস ফোরাম সম্মেলন
আজ ঢাকায় শুরু হচ্ছে ডি-৮ বিজনেস ফোরাম সম্মেলন
ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজর বিজনেস ফোরাম এক্সপো আজ মঙ্গলবার (২৬ জুলাই) শুরু হচ্ছে। গতকাল সোমবার (২৫ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে ডি-৮ সিসিআইর চেয়ারপারসন শেখ ফজলে ফাহিম এ তথ্য জানান।
একই ভেন্যুতে হবে বিজনেস এক্সপো। বাংলাদেশসহ আটটি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত ডি-৮ এর দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে সংগঠনটির প্রতিষ্ঠার ২৫ বছর উপলক্ষে বর্তমান চেয়ার হিসেবে বাংলাদেশ এই এক্সপোর আয়োজন করেছে। বাংলাদেশ ছাড়া অন্য সাতটি সদস্য দেশ হলো: মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। বর্তমানে দেশগুলোর মোট অর্থনীতির আকার ৫ ট্রিলিয়ন ডলার। ফজলে ফাহিম বলেন, এই আয়োজন সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে এবং ব্যবসার নতুন সুযোগ উন্মোচনে সম্ভাবনা সৃষ্টি করবে।
দেশগুলোর ব্যবসা-বাণিজ্য পরিচালনায় এবং তাদের নিজ নিজ অর্থনীতিকে সহযোগিতামূলক পদ্ধতিতে এগিয়ে নেওয়ার নতুন দ্বার উন্মোচিত হবে। আধুনিক তুরস্কের রূপকার নাজিমুদ্দীন আরবাকানের উদ্যোগে ১৯৯৭ সালে এই জোট গঠিত হয়েছিল। জোটের অন্যতম শরিক হিসেবে বাংলাদেশের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের ইস্তাম্বুল শহরে উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।