দেশের পোশাক শ্রমিকদের আসন্ন ঈদের বেতন ও বোনাস গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে দেয়া শুরু করেছেন মালিকরা। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ ও ইএবি সূত্রে এসব তথ্য জানা গেছে। পোশাক মালিকরা জানান, বৃহস্পতিবার থেকে কিছু কারখানায় বোনাস ও বেতন দেয়া শুরু হয়েছে।
আগামী সপ্তাহ থেকে পুরোদমে বোনাসের পাশাপাশি ন্যূনতম এপ্রিলের প্রথম ১৫ দিনের বেতন দেবে। শ্রমিক নেতাদের দাবি ছিল ২০ রোজার মধ্যে বেতন ও বোনাস পরিশোধ করার। তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, গত বছর আমরা ঈদের আগেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করেছি।
এবারও যাতে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেজন্য সর্বাত্মক চেষ্টা করবো। কারখানাগুলোতে বেতন ও বোনাস দেয়া শুরু হয়েছে। ঈদের ছুটির আগেই সবাই বেতন-বোনাস পেয়ে যাবেন।
এদিকে, ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন শ্রমিক নেতারা। তারা ২০ রোজার মধ্যে বোনাস ও ঈদের ছুটির আগে অর্থাৎ ২৮ এপ্রিলের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।