হঠাৎ করে রমজানের প্রথম দিনে রাজধানীতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বাসা-বাড়ি থেকে শুরু সিএনজি স্টেশনে গ্যাস না থাকায় দিনভর দুর্ভোগ আর ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে।
এতে ক্ষোভও জানিয়েছেন তারা। রোববার (৩ এপ্রিল) রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বিবিয়ানা গ্যাস ফিল্ডে জরুরি রক্ষাণাবেক্ষণের জন্য গ্যাসের স্বল্প চাপের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। অভিজ্ঞ প্রকৌশলীরা মেরামতের কাজ করে যাচ্ছেন। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করা যাচ্ছে।
দেশের বড় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে একটি বিবিয়ানা। সেই গ্যাস ক্ষেত্রের ছয়টি কূপ বন্ধ রয়েছে। যার প্রভাব পড়েছে রাজধানীতে। সংকট কাটতে ১০ এপ্রিল পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।