তেলের দাম বৃদ্ধির সাথে সাথে দেশের বিভিন্ন অঞ্চলে মোটরসাইকেল বিক্রি করে বাইসাইকেল কেনার হিড়িক পড়ে গেছে। শনিবার (০৬ আগস্ট) দেশের বিভিন্ন এলাকায় বাইসাইকেলের দোকানগুলোতে অন্যদিনের তুলনায় ক্রেতাদের বেশি ভিড় দেখা গেছে।

দেখেশুনে পছন্দের সাইকেলটি কিনছেন ক্রেতারা। ক্রেতারা জানান, মোটরসাইকেলের বিকল্প হিসেবে ব্যবহারের জন্য বাইসাইকেল কিনতে এসেছেন তারা। বলেছেন, মোটরসাইকেল থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ায় এখন থেকে বাইসাইকেলই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন।

কেউ কেউ মোটরসাইকেল কেনার প্রস্তুতি থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ায় এখন সিদ্ধান্ত বদলে বাইসাইকেল কিনতে এসেছেন। এদিকে ফেসবুকে মোটরসাইকেল সংক্রান্ত বিভিন্ন গ্রুপ এবং বিক্রয় ডট কমসহ বিভিন্ন ওয়েবসাইটে বেড়েছে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন।

শুক্রবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ভোক্তা পর্যায়ে ৩৪ টাকা বাড়ায় সরকার। অকটেনের দাম বাড়ে ৪৬ টাকা, পেট্রোলের দাম বাড়ে ৪৪ টাকা। অর্থাৎ রাত ১২টার পর থেকে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।