অস্থিরতা এখন দেখা দিয়েছে মসলাজাতীয় পণ্যের বাজারে। গত ২০ থেকে ২৫ দিনের ব্যবধানে প্রায় সব ধরনের মসলার দাম বেড়েছে সর্বনিম্ন ৫ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

একের পর এক পণ্যের মূল্যবৃদ্ধি দুশ্চিন্তা বাড়াচ্ছে ভোক্তাদের। শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আকস্মিকভাবেই বেড়েছে মসলার দাম।

ক্রেতাদের অভিযোগ, কোরবানির ঈদে মসলার চাহিদা বেশি থাকে। কিন্তু সেই ঈদের বাকি এখনও প্রায় আড়াই মাস। অথচ কোনো কারণ ছাড়াই প্রায় সব ধরনের মসলার দাম বেড়েছে।

মাসখানেক আগে আমদানি করা ভারতীয় প্রতি কেজি জিরার দাম ছিল ৩৪০৩৫০ টাকা। ৫০ টাকা বেড়ে এখন প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৩৯০-৪০০ টাকা। ইরানি জিরার দাম ছিল ৪৩০-৪৫০ টাকা,

যা এখন বিক্রি হচ্ছে ৪৯০-৫২০ টাকায়। দারুচিনির কেজি ছিল ৩৬০-৩৬৫ টাকা। ৩৫-৪৫ টাকা দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৯৫-৪১০ টাকা।

কেজিপ্রতি ১০০ টাকা বেড়ে লবঙ্গ বিক্রি হচ্ছে ১২০০-১২৫০ টাকা। এক মাস আগে ভালো মানের এলাচের কেজি ২০০০-২৫০০ টাকায় পাওয়া গেলেও এখন কিনতে লাগবে ২৩০০-২৭০০ টাকা।