খাগড়াছড়ি মাটিরাঙ্গায় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার, ২১ সেপ্টেম্বর সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে সোনালী লাইফ ইন্সুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার ইমাম হোসেন সজিব প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন।
মাটিরাঙ্গা মেট্রো -৩৮০ কর্তৃক আয়োজিত সোনালী ব্যাংকের ফাইনান্সিয়াল এ্যসোসিয়েট মো: খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে সোনালী লাইফ ইন্সুরেন্সের ইউনিট ম্যানেজার মো: ইউনুছ,ইউনিট ম্যানেজার আব্দুল কাদের, ইউনিট ম্যানেজার জহিরুল ইসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: শহিদুল ইসলাম সোহাগ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা ডিজিটাল তথ্য প্রযুক্তির মাধ্যমে সকল অর্থ লেনদেন গ্রাহক সেবা কার্যক্রম পরিচালনা করি। বীমায় প্রিমিয়াম জমা, মেয়াদ শেষে মুনাফা সহ উত্তোলন,মরণোত্তর পর বীমার সুযোগ সুবিধা নিয়ে পূর্বে মানুষ যে ভয়ভীতি বা হয়রানির স্বীকার হতে হয়েছে তা কোনক্রমেই সোনালী লাইফ ইন্স্যুরেন্সে হয়না, এমন কেউ প্রমাণ দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে, যে কোন সমস্যা ৭ কার্যদিবসে শতভাগ নিশ্চিত সমাধান দিয়ে থাকি।
অনুষ্ঠানে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মচারী ও গ্রাহক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।