এখন থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের জন্য সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ন্যূনতম ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। আর প্রবাসী বিনিয়োগকারীদের থাকতে হবে এক লাখ টাকা।

এর কম থাকলে কেউ আইপিওর জন্য আবেদন করতে পারবে না। বুধবার (৮ জুন) কমিশন সভা করে এমন সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, শেয়ারবাজারে তারল্য বৃদ্ধি, সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা এবং প্রকৃত বিনিয়োগকারীদের আইপিও আবেদনে সুযোগ করে দিতে এই বিনিয়োগ সীমা আরোপ করা হয়েছে।

এর আগে ২০২১ সালের শুরুতেই আইপিও আবেদনের ক্ষেত্রে কমপক্ষে ২০,০০০ টাকা বিনিয়োগের বাধ্যবাধকতা আরোপ করে ছিল বিএসইসি। সে সময় আইপিও লটারি পদ্ধতি তুলে দিয়ে ন্যূনতম বিনিয়োগের নিয়ম করা হয়।

এতে বলা হয়, পুঁজিবাজারে তারল্য বৃদ্ধি, সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ অভ্যাস গড়ে তোলা ও প্রকৃত বিনিয়োগকারীদের আইপিও আবেদনে সুযোগ প্রদানের লক্ষ্যে সাধারণ বিনিয়োগকারীর তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম বিনিয়োগ সীমা ২০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা এবং এনআরবি বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগ সীমা নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা।