বিশ্ববাজারে চামড়ার দাম কিছুটা বেড়েছে। লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ না থাকায় বাংলাদেশ এ সুযোগ নিতে পারছে না। ফলে ব্যবসায়ীরা এবারও কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে শঙ্কায় রয়েছেন।

চামড়া রফতানিকারকরা বলছেন, গত বছরের চেয়ে কোরবানির গরুর প্রতিফুট চামড়ার দাম ৭ টাকা বেশি নির্ধারণ করেছে সরকার। ফলে দেশে গত বছরের তুলনায় বেশি দাম দিয়ে তাদের চামড়া কিনতে হবে। এতে ব্যয় বাড়বে। তাছাড়া সম্প্রতি লবণের দামও বেড়েছে।

চামড়া প্রক্রিয়াজাতকরণে খরচ বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়বে কাঁচা চামড়ার দামে। একই সঙ্গে বেড়েছে চামড়া প্রক্রিয়াজাত রাসায়নিকের দাম। সবকিছু মিলিয়ে এবারও ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন।