মহামারি করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব থেকে দেশের পর্যটন শিল্পিরা বেরিয়ে আসায় ইতিবাচক প্রভাব পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ভ্রমণ কর আদায়ে। চলতি ২০২১-২০২২ অর্থবছরের আট মাস শেষে (জুলাই-ফেব্রুয়ারি) এ খাতে প্রবৃদ্ধি হয়েছে রেকর্ড প্রায় ১৪১ শতাংশ।

শুধু ফেব্রুয়ারি মাসেই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে প্রায় ৯৫ শতাংশ। এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রমণ করের রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫৩ কোটি ৯৪ লাখ টাকা।

যেখানে ২০২০-২০২১ অর্থবছরের একই সময়ে কর আদায় হয়েছিল ১৮৮ কোটি ৪২ লাখ টাকা। প্রবৃদ্ধি ১৪০ দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কর আদায় হয় ৯২ কোটি ৭০ লাখ টাকা। যেখানে ২০২১ সালের ফেব্রুয়ারিতে কর আদায় হয় ৪৭ কোটি ৫৭ লাখ টাকা।

আর চলতি অর্থবছরে মোট লক্ষ্যমাত্রা ধরা হয় ১ হাজার ৫২৯ কোটি ৯০ লাখ টাকা। এ বিষয়ে এনবিআরের পরিসংখ্যান বিভাগের এক কর্মকর্তা বলেন, গত ডিসেম্বর থেকেই পর্যটক বাড়তে শুরু করেছিল। তবে জানুয়ারি থেকে আবার কঠোর বিধিনিষেধ পেরিয়ে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি ভ্রমণ কর আদায় হয়। যার ইতিবাচক প্রভাব পড়েছে।