পুঁজিবাজারে আবারও রেকর্ড পরিমান লেনদেন হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি পুঁজিবাজারের ইতিহাসে একদিনে তৃতীয় সর্বোচ্চ লেনদেন। লেনদেনের এই পরিমান গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ।

এর আগে ২০২১ সালের ৯ আগস্ট ডিএসইতে দুই হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছিল। এটি পুঁজিবাজারের ইতিহাসে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন। আর পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছিল ২০১০ সালের ৫ ডিসেম্বর।

ওইদিন ডিএসইতে ৩ হাজার ২৪৯ কোটি টাকা শেয়ার কেনাবেচা হয়। এছাড়াও ২০১০ সালের ৭ ডিসেম্বর ২ হাজার ৭১০ কোটি টাকা, ২০২১ সালের ৫ জানুয়ারি ডিএসইতে ২ হাজার ৫৪৬ কোটি টাকা এবং গত ৫ আগস্ট ডিএসইতে ২ হাজার ৫১১ কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। যা একদিনে ইতিহাসে যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ট সর্বোচ্চ লেনদেন।

এদিকে সোমবার ডিএসইতে তৃতীয় সর্বোচ্চ লেনদেন হলেও দিনশেষে মূল্য সংশোধন ও বিনিয়োগকারীদের লভ্যাংশ তোলে নেওয়ার প্রবণতার কারণে সূচক কিছুটা কমেছে, সেই সঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। যদিও দিনভর ডিএসইতে সূচকের ঊর্ধমুখী প্রবণতা ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু থেকে দুপুর একটা পর্যন্ত বাজার ছিল ঊর্ধমুখী।