বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বাংলাদেশ ব্যাংক যে রেটে ডলার বিক্রি করে, সেই রেটকে এতদিন আন্তব্যাংক মূল্য বলা হলেও এই নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দু’টি বাণিজ্যিক ব্যাংকের মাঝে যে রেটে ডলার ক্রয় বিক্রয় করা হবে, সেই রেটকে বলা হবে আন্তব্যাংক রেট বা আন্তব্যাংক মূল্য।

আর এই পরিবর্তনের ফলে হঠাৎ করেই বেড়ে গিয়েছে ডলারের আন্তব্যাংক মূল্য। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আন্তব্যাংক লেনদেনে ডলারের বিক্রয়মূল্য ছিল ১০৬ টাকা ১৫ পয়সা। আর আন্তব্যাংক লেনদেনে ডলারের ক্রয়মূল্য ধরা হয়েছে ১০১ টাকা ৬৭ পয়সা। তবে এটি কেন্দ্রীয় ব্যাংকের দর নয়, ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেন করা ডলারের দাম এটি। যদিও রবিবার (১১ সেপ্টেম্বর) আন্তব্যাংক মূল্য ৯৫ টাকা, সোমবার (১২ সেপ্টেম্বর) ৯৬ টাকা রেট ওয়েবসাইটে প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক।

কিন্তু মঙ্গলবার ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হচ্ছে ১০৬ টাকার বেশি। আর ক্রয়মূল্য দেখানো হচ্ছে প্রায় ১০২ টাকা। তবে গতকাল পর্যন্ত বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক সাড়ে ৪ কোটি ডলার বিক্রি করেছে ৯৬ টাকা দরে।