আপাতত সব ধরনের সুগন্ধি চাল রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজারে এই মানের চালের দাম নিয়ন্ত্রণে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় রফতানি বন্ধের জন্য এনবিআরকে চিঠি দিয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, গত ফেব্রুয়ারি মাসে চালের দাম নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রফতানি বন্ধ করার জন্য অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়।
সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে রফতানি বন্ধ করার জন্য গত ২৯ জুন বাণিজ্য মন্ত্রণালয় রাজস্ব বোর্ডকে চিঠি দেয়। গত এক বছর ধরে ধাপে ধাপে বেড়েছে সব ধরনের চাল। তবে গত রমজানে আরও বাড়তে থাকে সুগন্ধি চালের দাম। কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তাই দেশে দাম স্থিতিশীল রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। রফতানি বন্ধের ফলে ৪১ প্রতিষ্ঠানকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ সুগন্ধি চাল রফতানির যে অনুমতি দেয়া হয়েছিল, তাদের অনুমোদিত কোটার বাকি চাল রফতানির পথ বন্ধ হয়ে যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।