মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং বৈদেশিক মুদ্রার বিনিময়হার স্থিতিশীল রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার।
তিনি বলেন, এই কাজটা করতে আমদানি-রফতানি যে ব্যবধান আছে সেটা কীভাবে কমিয়ে এনে নিয়ন্ত্রণ করা যায় সে চেষ্টাই করা হবে। এরপর, আমাদের কাজ হবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো। মঙ্গলবার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। নতুন গভর্নর বলেন, একসময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল।
কিন্তু বৈশ্বিক মহামারি করোনা ও বিশ্ব অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কারণে এখন তা নিচে নেমে এসেছে। এটা গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে। ৬ মাসের আমদানি পরিশোধ করা যায় এমন অবস্থায় নিয়ে যাওয়াই হবে আমার প্রত্যাশা। ব্যাংক পরিদর্শনে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আবারও ব্যাংক পরিদর্শন হবে। শিগগির পরিদর্শনের বিষয়ে আপনারা পরিবর্তন দেখতে পাবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।