গত ২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সন্দেহ প্রকাশ করলেন খোদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান। আবু হেনা মো. রহমাতুল মুনিম। তবে তিনি রাজস্ব লক্ষ্যমাত্রার কাছাকাছি যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। মঙ্গলবার (৫ জুলাই) এনবিআরের সম্মেলন কক্ষে ইএফডি লটারির ড্র উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, জুলাই মাসের ১৫ তারিখের পরে ২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব আদায়ের চূড়ান্ত তথ্য পাওয়া যাবে। ৩ লাখ ৩০,০০০ কোটি লক্ষ্যমাত্রা হয়ত অর্জিত হবে না, তবে লক্ষ্যমাত্রার কাছাকাছি যেতে চাই। লক্ষ্যমাত্রা সব সময় বেশি থাকবে এটাই স্বাভাবিক। আমাদেরও প্রচেষ্টা রয়েছে। এনবিআর তথ্যমতে, ২০২১-২০২২ অর্থবছরের ১১ মাস (জুলাই-মে) শেষেও ৩৬,৩১০ কোটি ৩৪ লাখ টাকার রাজস্ব ঘাটতির মুখোমুখি সরকারি এ সংস্থাটি।