দেশের বাজারে ফের বৃদ্ধি পেয়েছে ডিমের দাম। প্রতি ডজনে ১০ টাকা বেড়ে দাম হয়েছে ১৩০ তাকা। উৎপাদন কিংবা সরবরাহে ব্যাঘাত না ঘটলেও ডিমের দাম বার বার বাড়ায় হতাশা প্রকাশ করেছে ক্রেতারা।
তারা বলেছে সরকারের তদারকির অভাবে ডিমের দাম বার বার বাড়ানো হচ্ছে। বিএনপি বাজারে ডিম কিনতে আসা মঞ্জু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যদি বাজার নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে আমাদের মতো মানুষের এতটা ভোগান্তিতে পড়তে হতো না। এর আগে হুট করেই ডিমের দাম বেড়ে ১৭০ টাকা পর্যন্ত হয়ে গিয়েছিল। সেই ডিম কিছুদিন আগে ১২০ টাকায় নেমে আসে। এতে মানুষ স্বস্তি পেয়েছিল।
তবে কোনো কারণ ছাড়াই ডিমের দাম আবারো ১০ টাকা বাড়ানো হয়েছে। বিএনপি বাজারের ব্যবসায়ী রহিম বলেন, আমরা নির্ধারিত একজন আড়তদারের কাছ থেকে ডিম কিনি। প্রতিদিন তারা ডিম দিয়ে যায়। তাদের নিকট থেকে আমাদের বেশি দামে ডিম কিনতে হয়েছে। এজন্য আমরা ১০ টাকা বেশি দিয়ে ডিম বিক্রি করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।