দেশজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে হু হু করে বাড়তে শুরু করেছিল ডিমের বাজার মূল্য। তবে সরকারের কড়াকড়িতে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করে অনিয়ন্ত্রিত ডিমের বাজার।
গেল দুই সপ্তাহে বাজারে ডজন প্রতি ডিমের দাম কমেছে প্রায় ৩৫ টাকা। এদিকে, সোমবার (২৯ আগস্ট) জ্বালানি তেলের দাম নতুন করে ৫ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। ফলে আবারও বাজারে ডিমের দাম কমবে বলে মনে করছেন বিক্রেতারা। বুধবার (৩১ আগস্ট) রাজধানীর আদাবর বাজারে লাল ডিমের ডজন ১১৫ টাকা, সাদা ১০৫ টাকা, হাঁসের ডিম ১৮০ টাকা ও দেশি মুরগির ডিম ১৮০ টাকা দরে বিক্রি করছেন দোকানদাররা।
অথচ দুই সপ্তাহ আগেও লাল ডিমের দাম ছিল ১৬০ টাকা। আদাবর বাজারের ব্যবসায়ী মতি মিয়াঁ বলেন, প্রতিদিনই ডিমের দাম কমছে। এখন যেহেতু তেলের (জ্বালানি তেল) দাম আরও কমছে, তাই কয়েকদিন পর ডিমের দামও কমে যাবে।’ আরেক ব্যবসায়ী আফিফ রহমান বলেন, ‘তেলের (জ্বালানি তেল) দাম কমায় এর প্রভাব ডিমের বাজারেও পড়বে। সামনে আরও কম দামে ডিম পাবে ক্রেতারা।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।