জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের বাজারও অস্থিতিশীল হয়ে উঠছে। একের পর এক বাড়ছে নিত্যপণ্যের দাম। এবার নতুন করে আরেক দফা বাড়ল আটা ও ময়দার দাম।

গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আটায় ৫ টাকা আর ময়দার দাম বেড়েছে ২ থেকে ৫ টাকা পর্যন্ত। তবে ডিমের দাম কিছুটা কমলেও মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, নাখালপাড়াসহ কয়েকটি এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি খোলা আটা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। আর প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।

এক সপ্তাহ আগেও খোলা আটার কেজি ছিল ৪৫ থেকে ৫০ এবং প্যাকেটজাত আটার কেজি ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে। গত সপ্তাহে প্রতি কেজি খোলা ময়দা ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হলেও এখন ক্রেতাদের কিনতে হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। প্যাকেটজাত ময়দার দাম না বাড়লেও নতুন বাড়তি দরের ময়দা শিগগিরই বাজারে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্যাকেটজাত ময়দার কেজি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়।