দেশে কমতে শুরু করেছে পাম অয়েলের দাম। গেল ১৫ দিনের ব্যবধানে কেজিতে প্রায় ১০ টাকা কমেছে এর বাজারমূল্য। তবে এখনও অপরিবর্তিত রয়েছে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর তেজকুনিপাড়া, নাখালপাড়া ও মহাখালীসহ কয়েকটি কাঁচাবাজারে দেখা গেছে, প্রতি কেজি খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়, যা দুই সপ্তাহ আগে কেজি প্রতি ছিল ১৫৫ থেকে ১৬৫ টাকা। বর্তমানে লিটার প্রতি দাম দাঁড়িয়েছে ১৩৩ থেকে ১৪৩ টাকা।

এদিকে, কারওয়ান বাজারের এক ব্যবসায়ী দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে বলেন, বাজারে পাম অয়েলের সরবরাহ বেড়েছে। তাই আগের চেয়ে দাম কিছুটা কমেছে। তবে সয়াবিন তেলের দাম এখনও কমেনি।