মাত্র কদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজি প্রতি বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। রাজধানীর অনেক বাজারে এখন প্রতি কেজি কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা।

এর আগে কোরবানি ঈদের আগে কাঁচামরিচের কেজি ছিল ১০০ থেকে ১২০ টাকার মধ্যে। মাস খানেকের মধ্যে প্রায় দ্বিগুণ হয়েছে দাম। ব্যবসায়ীরা বলছেন, এখন বর্ষাকাল। এ সময় বেশি বৃষ্টি হয়। এতে মরিচের ক্ষেত পানিতে ডুবে যায়। গাছ মরে যায়। মরিচের উৎপাদন কম হয়। তবে চাহিদা কমে না। এ কারণে মরিচের দাম বেড়েছে। তবে আমদানি করা হলে মরিচের দাম কিছুটা কমতে পারে।

গতকাল শুক্রবার (৩০ জুলাই) গতকাল কারওয়ান বাজার, তেজকুনিপাড়া ও হাতিরপুল বাজারে গিয়ে জানা গেছে, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। সপ্তাহ দুয়েক আগে এই মরিচের দাম ছিল ১৫০ থেকে ১৮০ টাকা। সেই হিসাবে এই সময়ে কেজিতে দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।

হাতিরপুল বাজারের সবজি বিক্রেতা রতন শেখ বলেন, কোরবানি ঈদের আগে থেকেই বাড়ছে মরিচের দাম। পানি লাগলে মরিচ পচে যায়। এ কারণে বর্ষার সময় দাম বেশি থাকে। তবে ভারতীয় মরিচ দেশে এলে দাম কমে যেতে পারে।