উৎপাদনে রেকর্ড হওয়ার পরও বেড়েছে লবণের দাম। এক-দেড় মাসের ব্যবধানে প্যাকেটজাত আয়োডিনযুক্ত লবণের কেজিতে বেড়েছে পাঁচ টাকা। এখন কোম্পানি ভেদে প্রতি কেজি প্যাকেটজাত লবণ ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
নিত্যপণ্যের বাজারে সব পণ্যের দাম যখন আকাশচুম্বি, তখন সে তালিকায় যোগ হলো লবণের দাম। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) লবণ ব্যবসায়ী, রাজধানীর বিভিন্ন বাজার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। নিত্যপণ্যের দাম বাড়ার কারণেই লবণের দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে জ্বালানির দাম বাড়ার কারণে পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়েছে। এ কারণে দাম বেড়েছে বলে জানান প্যাকেটজাত লবণ বাজারজাতকারী কোম্পানিগুলো। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, গত এক মাসের ব্যবধানে প্যাকেটজাত লবণের দাম বেড়েছে ১০.৬১ শতাংশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।