টাঙ্গাইলে গত এক সপ্তাহের ব্যবধানে চাল, মুরগী, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। আর ক্রেতারা বলছে, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে প্রভাব পড়েছে।

জ্বালানির তেলের মূল্যবৃদ্ধির কারণে বাজারে আরও দাম বৃদ্ধি পেয়েছে। আর এতে চরম ভোগান্তীতে পড়েছে সাধারণ মানুষেরা। টাঙ্গাইল শহরের পার্কবাজার ও বটতলা, ছয়আনী বাজারে গিয়ে দেখা যায়, ক্রেতারা দরদাম করে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনছেন। তবে দাম বৃদ্ধি পাওয়ার ফলে তাদের মধ্যে হতাশাগ্রস্ত দেখা যায়। ক্রেতারা বলেন, গত এক সপ্তাহ আগে বয়লার মুরগীর দাম ছিলো ১৫০ টাকা।

আর বর্তমানে বয়লার মুরগী বিক্রি হচ্ছে কেজী প্রতি ২১০ টাকায়। লেয়ার মুরগীর বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এর আগে লেয়ার মুরগীর দাম ছিলো ২৮০ টাকা। কক মুরগীর প্রতি কেজী বিক্রি হচ্ছে ৩২০ টাকা। এর আগে কক মুরগীর দাম ছিলো ২০০ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে গরু মাংশ ও খাসির দাম। গরু বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি এবং খাসি বিক্রি হচ্ছে ৮০০ টাকা কিজিতে। এদিকে প্রতি হালি ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। লেয়ায় মুরগীর ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা হালিতে।