কোরবানির ঈদের মাত্র ছয় দিন বাকি। শেষ সময়ে টুং টাং শব্দে মুখরিত কামারপাড়া। ব্যস্ততা বেড়েছে এই পেশার মানুষদের। দিনভর সমান তালে চলছে- হাসুয়া, বটি, ছোড়া, চাপাতি ইত্যাদি ধারলো অস্ত্র ধারের (সান) কাজ।

কামারদের মধ্যে কেউ লোহা আগুনে গরম করছেন, কেউ বা সেই লোহাকে পিটিয়ে বিভিন্ন আকার দিচ্ছেন। আবার কেউ বা তৈরি হওয়ার জিনিসে ধার দিচ্ছেন। কামাররা জানান, তুলনামূলক ভালোই কাজ হচ্ছে তাদের। এখানে পুরানো অস্ত্র ধার এছাড়াও অনেকেই নতুনভাবে তৈরি করে নিচ্ছেন। কেউ বা রেডিমেন্ট কিনে নিচ্ছেন। তবে অস্ত্র ধার করানোর সংখ্যাই বেশি। শামসুজ্জামান শামসুল জানান, ছোট ছুরিগুলো এবছরের বেশি যায় না। প্রতিবছরই কিনতে হয়।

এছাড়া একটা চাপাতি ছিলো সেটি ধার করিয়ে নিলাম। অন্যদিকে, শিরোইল স্টেডিয়াম মার্কেটে দু’জন কর্মকার কামারের কাজ করছেন। তাদের মধ্যে একজন পুলক কর্মকার। সারাদিন তপ্ত ইস্পাত পুড়িয়ে দা, বটি, ছুরি, চাপাতি তৈরি করছেন। পুলক কর্মকার জানান, ব্যবসা তেমন ভালো না। অল্প কিছু জিনিস আসছে সেগুলো পুড়িয়ে ধার করছি। যেহেতু ঈদ নিকটে। কাজের চাপ আরও বাড়তে পারে।