বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, রোজায় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে। বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় অনিয়ন্ত্রিত তেলের বাজার। দাম নিয়ন্ত্রণে আগামী ৬ ফেব্রুয়ারী ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসবে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার দুপুরে রংপুর কেন্দ্রীয় জেলা কারাগার পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে এই কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, রোজায় টিসিবি’র পণ্য বিক্রি হবে আরো বিস্তৃতভাবে। বিতরণ পয়েন্ট করা হবে দ্বিগুন। বাজার স্বাভাবিক রাখার সব ধরণের চেষ্টা থাকবে।
এসময় জেলা প্রশাসক আসিব আহসান, জেলা বিএনপির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, ছাত্রলীগ সভাপতি মেহিদী হাসান রনিসহ কারাগার কর্তৃপক্ষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।