সপ্তাহের শেষ দিন সূচকের বড় পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮১ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২১৭ পয়েন্ট।
ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২৩৯টির, বেড়েছে ২৯টির, অপরিবর্তিত আছে ৯২টির দর। গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স কমে ১৬ পয়েন্ট। মোট লেনদেন হয় ৬৯৮ কোটি টাকার।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, রবি, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা ও লুব রেফ লিমিটেড।
ডিএসইতে আজ দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো আজিজ পাইপস, লিগ্যাসি ফুটওয়্যার, স্টাইল ক্রাফট, দেশবন্ধু, অ্যারামিট, জেএমআই সিরিঞ্জেস, পদ্মা অয়েল, তসরিফা, বিডি অটোকার ও নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
অপর দিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৬০টির, বেড়েছে ২৮টির, অপরিবর্তিত আছে ৪৪টির দর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।