খুচরা বাজারে কমেছে রসুনের দাম। কয়েক দিন আগেও রসুন কেজিপ্রতি ১৬০-১৭০ টাকায় বিক্রি হয়েছে। এ সপ্তাহে রসুনের দাম কমে দাঁড়িয়েছে ১২০-১২৫ টাকা।

বাজারে রসুনের দামের পাশাপাশি কমেছে পেঁয়াজের দাম। বাজারে পেঁয়াজের দাম পাইকারিতে দুই থেকে তিন টাকা কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। দাম কমেছে পাঁচ থেকে সাত টাকা।

বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩২ টাকা ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় আমদানি করা পেঁয়াজের চাহিদা নেই। বিদেশি পেঁয়াজের দাম কিছুটা বেশি, তাই বিক্রিও কম।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুসারে, রাজধানীতে দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৪৫ টাকা ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। সংস্থাটির হিসাবে, বাজারে আমদানি করা রসুন ১৩০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে শুক্রবার (১৭ জুন) রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০-১৫০ টাকায়। মগবাজারে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৬০ টাকা। তবে মগবাজারে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ থেকে ৬৬০ টাকায় বিক্রি হলেও কারওয়ান বাজারে ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে।