বর্তমানে আগুন যেন এক আতঙ্কের নাম। বাসা থেকে শুরু করে অফিস, কারখানা যেকোনো ভবনেই লাগতে পারে আগুন। ভবনে আগুন লাগলে তা মোকাবিলা করার জন্য অগ্নিকাণ্ড নির্বাপণ করতে সহজ এবং দ্রুত কার্যকরী মাধ্যম অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়।

ইংরেজিতে এদের ‘ফায়ার এক্সটিংগুইসার’ বলা হয়। ভবনের গুরুত্বপূর্ণ স্থানে এগুলো স্থাপন করতে হয়।

কীভাবে ব্যবহার করতে হয়-

আগুন লাগলে প্রাথমিক অবস্থায় এই ফায়ার এক্সটিংগুইসার প্রয়োগ করতে হয়। এর হ্যান্ডেল ডান হাতে ধরে বাম হাত দিয়ে টান দিয়ে সেফটি পিন খুলে ফেলতে হবে। এরপর বাম হাতে হোস পাইপ আগুনের দিকে তাক করে ডান হাত দিয়ে চাপতে হয় বাটন বা লিভার।

কোথায় পাবেন, কেমন দামে?

বিভিন্ন অনলাইন শপে এই ফায়ার এক্সটিংগুইসার পাওয়া যায়। অথবা ডটকম, দারাজ ডটকম, আজকেরডিল ডটকম, বিডিস্টল ডটকমসহ বেশকিছু অনলাইন শপে যন্ত্রটি পেয়ে যাবেন। যন্ত্রটির দাম পড়বে ২৫০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা।

নিচে কয়েকটি অনলাইন শপের লিঙ্ক দেওয়া হলো-

১. অথবা ডটকম

২. দারাজ ডটকম

৩. আজকেরডিল ডটকম

৪. বিডিস্টল ডটকম

এছাড়াও সার্চ ইঞ্জিন গুগলে fire extinguisher in Bangladesh লিখে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য পেয়ে যাবেন।