এবারও কোরবানির পশুর চামড়া কিনতে আগ্রহ কম ব্যবসায়ীদের। গরুর চামড়া কিনতে কিছুটা আগ্রহ থাকলেও খাসির চামড়ার ক্ষেত্রে একবারেই নেই। ফলে ১০-১৫ টাকা পিসেও কোনো মৌসুমি ব্যবসায়ী খাসির চামড়া কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। রোববার (১০ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, কোরবানির পর খাসির চামড়া নিয়ে বসে আছেন বিক্রেতারা।

কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা কম-বেশি দামে গরুর চামড়া কিনলেও খাসির চামড়ায় একদমই হাত দিচ্ছেন না। আবার কেউ সামান্য আগ্রহ দেখালে ১০০-১৫০ টাকার চামড়ার দাম ১০-১৫ টাকার বেশি দিতে রাজি হচ্ছেন না। ফলে বিক্রি করতে না পারায় চামড়া নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। মৌসুমি চামড়ার ব্যবসায়ীরা বলছেন, আড়ৎদাররা খাসির চামড়া নিতে না করে দিয়েছে। আর কেউ নিয়ে গেলেও তারা সেগুলো কিনছেন না। ফলে তারা এবার খাসির চামড়া ক্রয় করছেন না।