ঠাকুরগাঁওয়ে গম সংগ্রহ অভিযানে লটারি:-

 

ঠাকুরগাঁওয়ে কৃষক পর্যায়ে গম সংগ্রহ অভিযানে লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা হলরুম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সরকারি নির্ধারিত ২৮টাকা কেজি দরে ৩৩ হাজার ২৬৫ জন কৃষকের মাঝে লটারীর মাধ্যমে ৩ হাজার ৮৩৯ জন নির্বাচিত প্রান্তিক কৃষকের কাছ থেকে গম সংগ্রহ করা হবে। যা প্রতি কৃষকের কাছ থেকে ১ মেঃ টন করে গম ক্রয় করা হবে। এ অভিযান চলতে আগামী ৩০ জুন পর্যন্ত।

লটারী কার্যক্রম অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যান আলী আসলাম জুয়েলসহ ওই উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষকরা উপস্থিত ছিলেন।