কিছুটা ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে (১৪ থেকে ১৮ নভেম্বর) পাঁচ কার্য দিবসের একদিন সূচকের উত্থান ও চারদিন পতন হয়।
এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি (বাজার মূলধন) বেড়েছে ৪ হাজার ৬০৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ৮৩১ টাকা। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ৯৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ২ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
এক সপ্তাহে ডিএসইতে ৩৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির শেয়ারের দাম বেড়েছে। এছাড়া কমেছে ২০৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে ৩৮৩ প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টির শেয়ারের দাম বেড়েছিল, কমেছিল ১৯১টির। অপরিবর্তিত ছিল ১৬টির শেয়ারের দাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।