ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ফলাফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা যায়, ২৮ আগস্ট বিভাগটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের ২৫টি আসনের বিপরীতে আবেদনকারী ২৮৬ জন ভর্তিচ্ছুর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৫০ জন শিক্ষার্থী। ২৮ আগস্ট ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনি ও ৬ নভেম্বর ভর্তির ব্যবহারিক পরীক্ষার স্কোরের ভিত্তিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম, ২য় ও ৩য় মেধাতালিকা এবং ৫% বিশেষ কোটায় বিকেএসপি সনদধারী শিক্ষার্থীদের ১ম, ২য় ও ৩য় মেধাতালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল (iu.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।